ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন ছয় সদস্য যোগদান করেছেন।
বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ ছয় সদস্য যোগদান করেন বলে জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের ছয় জন নতুন সদস্য যোগদান করেন। তাঁরা হলেন চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ জন সদস্য-অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সরকার কর্তৃক মনোনীত এক জন সদস্য-শিক্ষা সচিব এবং একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত দুই জন সদস্য- ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ।
এতে আরও বলা হয়, সিন্ডিকেট সভায় প্রশাসনিক এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং পূর্ববর্তী সিন্ডিকেট সভার বিভিন্ন কার্যক্রম অনুমোদন করা হয়। ভর্তি সংক্রান্ত বিষয়সহ ফিন্যান্স কমিটির সভা ও শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী বিভিন্ন জরুরি বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।