‘ভাঙ্গরে শেকল আনরে আলো’ স্লোগানকে ধারণ করে তিন দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ অনুষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার জাহাঙ্গীরনগর থিয়েটার ও পদাতিক নাট্য সংসদের অংশগ্রহণে উদ্বোধনী পরিবেশনা এবং পদাতিক নাট্য সংসদ ও নবরস’র অংশগ্রহণে পথ নাটক প্রদর্শনী পরিবেশিত হবে। দ্বিতীয় দিনে প্রাচ্যনাট ও জাহাঙ্গীরনগর থিয়েটার অংশগ্রহণে পথ নাটক প্রদর্শনী এবং তৃতীয় দিন আগামী রবিবার জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুদের অংশগ্রহণে মুক্তির কবিতা ও গান পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) সাধারণ সম্পাদক সাইয়েদা মেহের আফরোজ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের অবসান ঘটানো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই গণঅভ্যুত্থানে শুরু থেকেই অংশগ্রহণ করেছে অসংখ্য সংস্কৃতিকর্মী। অসংখ্য পারফরম্যান্স আর্ট, পথনাটক দ্রোহের বাণী নিয়ে আঘাত হেনেছে ফ্যাসিজমের কেন্দ্রস্থলে। আমরা বিশ্বাস করি, ফ্যাসিজমের কোনো দল থাকে না। সংস্কৃতিকর্মীদের মাঝেও কিছু স্বৈরতান্ত্রিক দালালের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। দেশ নাটকের আজিজ বাবু তার ব্যতিক্রম নন।
বিডি প্রতিদিন/আরাফাত