প্রখ্যাত কথাসাহিত্যক হাসান আজিজুল হকের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। শুক্রবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে জোটের সভাপতি রায়হান ইসলাম, দপ্তর সম্পাদক জুনাঈদ ইসলাম ও সদস্য সোহানুর রহমান ও মধুসূদন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জোটভুক্ত সংগঠন সমকাল নাট্যচক্র, তীর্থক নাটক, স্বনন এবং অনুশীলন নাট্যদল তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।
এ দিকে প্রখ্যাত এই কথাসাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দর্শন বিভাগ কোনো আয়োজন রাখেনি। এ নিয়ে অনেকে সমালোচনা করেছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার মতো কথাসাহিত্যিক কয়জন পায়। তবে তার মৃত্যু দিবসটি পালন করা বিশ্ববিদ্যালয় ও বিভাগের উচিত বলে মনে করি। কয়েক বছরের মধ্যেই যদি তার মতো গুণিজনকে ভুলে যাই, তাহলে সেটা ভালো দেখায় না। আগামীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে প্রত্যাশা করেন তিনি।
দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, বিশেষ কারণে দিবসটি পালন করা সম্ভব হয়নি। আগামীতে দিবসটি পালন করা হবে। তিনি বিভাগের শ্রদ্ধার পাত্র। আমরা সবাই তাকে শ্রদ্ধা করি।
বিডি প্রতিদিন/জুনাইদ