জাতীয় কৃষি দিবস ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বাঁধন শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিন (এবহব) ব্যাংকের ভিতর এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে বিভিন্ন ভেষজ ও ফলের বৃক্ষের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বশেমুরকৃবি'র ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, বশেমুরকৃবি বাঁধন শাখার আহ্বায়ক মোঃ শফিকুল আলম, সদস্য সচিব তোফায়েল আহমেদসহ বাঁধনের অন্যান্য সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ট্রেজারার বলেন, মানবতার জন্য বাঁধন যেমন মানুষকে আত্মার বাঁধনে বেঁধেছে, বৃক্ষও তেমনি মানুষের জীবনকে অক্সিজেন প্রদান, কার্বনডাই-অক্সাইড গ্রহণসহ নানানভাবে উপকার করে মানুষের অস্তিত্ব রক্ষার কাজ করে থাকে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বাংলাদেশে জাতীয়ভাবে কৃষি দিবস পালিত হয়ে আসছে।
বিডি প্রতিদিন/আশিক