পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগামী ২০২৫ সাল থেকে এলএলবি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টডিজ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মমইন পার্ক অ্যান্ড রিসোর্টের দি-ট্রেড সেন্টার কনভেনশন হলে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিমিনয় সভায় সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ড. চিত্ত রঞ্জন মিশ্র। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ. এস. এম. তাসকিনুল হক, বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভেকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর, বোর্ড অব ট্রাস্ট পুন্ড্র ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মতিউর রহমান, সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, ট্রেজারার প্রফেসর সুজন শাহ-ই-ফজলুল প্রমুখ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অংশ নেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত দুই শতাধিক সাংবাদিক ও আইনজীবী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত