চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
তদন্ত কমিটিতে থাকা চার সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক. আল আমিন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারী, শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার হাছান মিয়া। এর মধ্যে কমিটির আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল আমিন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের ভিতরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।
বিডি-প্রতিদিন/শআ