পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মসূচি শুরু করেন তারা। এতে ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিচারের এবং ফ্যাসিবাদী শিক্ষকদের সহকারী প্রক্টর নিয়োগের জাবাব চান আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, এই পোষ্য কোটা অযোগ্যদের সুযোগ করছে। এটা জাতির জন্য ক্ষতিকর। ফলে আমরা বাতিলের দাবি করেছি। এরপরও পোষ্য কোটা রাখতে চাইলে দেশের সকল দরিদ্র মানুষের সন্তানের জন্য পোষ্য কোটা রাখতে হবে। অন্যথায় কোনও কোটা রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এই আন্দোলন আমি অযৌক্তিক মনে করছি। এ বছরের জন্য ১% কোটা রাখা হয়েছে। তাদের অন্য সুবিধা দিয়ে যদি অবস্থার পরিবর্তন করা যায় তাহলে এটাও থাকবে না। এখানে সুবিধা বাড়ানোর কিংবা অনিয়মেরও কোনও সুযোগ নেই। তাদের দাবি আমার কাছে স্পষ্ট নয়। এ আন্দোলন বিশ্ববিদ্যালয়ে বাড়তি চাপ সৃষ্টি করছে।
আন্দোলনে 'পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'মেধাবীদের কান্না, আর না আর না' স্লোগান দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ