বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তঃহল ব্যাটমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার শেকৃবির কেন্দ্রীয় মাঠে দুপুর ২টায় শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন টুর্নামেন্টটি উদ্বোধন করেন। এসময় শেকৃবি শাখার ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যা ৬টায় মেয়েদের জন্য, ৭টায় শিক্ষকদের জন্য এবং ৮টায় ছেলের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটির প্রতিপাদ্য বিষয় "শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দরভাবে প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প"।
টুর্নামেন্টর বিষয়ে শেকৃবি শাখার ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিকাশের জন্য টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়াতে শিক্ষার্থীর কো-কারিকুলাম কার্যক্রম খুব কমই অংশগ্রহণ করে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্যই টুর্নামেন্টটি আয়োজন করা। টুর্নামেন্টে শিক্ষকদের জন্যেও খেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হবে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ আবুল বাশার, এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-পরার্শমকসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত