ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলে অনুষ্ঠিত সাদা দল কেন্দ্রীয় কমিটির সভায় সাদা দলের নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় সাদা দলের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিটের শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
বিডি প্রতিদিন/এমআই