ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভায় আওয়ামীপন্থিদের ডাক দেওয়ার প্রতিবাদে শুরুতে শিক্ষার্থীরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা আওয়ামীপন্থি সিন্ডিকেট সদস্যদের অপসারণ ও দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।
এরপর বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটি প্রতিবাদী মিছিল নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ৭২ ঘণ্টায় ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়নের আল্টিমেটাম দেন তারা।
এসময় শিক্ষার্থীরা- ‘ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার’; ‘মধুর ক্যান্টিন/চাঁদাবাজি/টেম্পু/ গণরুম/গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু’; ‘ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা’; ‘১,২,৩,৪ ডাকসু আমার অধিকার’: ‘দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে’: ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান নিতে থাকেন।
শিক্ষার্থীদের মিছিলে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আরবি বিভাগের আবিদ হাসান রাফি, স্যার এ এফ রহমান হলের এ বি জোবায়ের, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ ইমরান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সিন্ডিকেটে আওয়ামীপন্থিদের রাখা হয়নি। ইতোমধ্যে নিয়ম মেনে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থিদের ৫ জনকে বাদ দেওয়া হয়েছে। একজন সেচ্ছায় পদত্যাগ করেছেন। প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির জন্য সিন্ডিকেট সভা করতে হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন তিনি।
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার এজেন্ডাতে ডাকসু সংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই একমত না হলে বৃহত্তর অংশের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন