ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য, প্রো-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যায়ের সাদা দলের নবনির্বাচিতরা।
আজ শুক্রবার দুপুরে এই সাক্ষাতে ঢাবি সাদা দলের নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইবিএ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন, কলা অনুষদের আহ্বায়ক অধ্যাপক এম এ কাউসার, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ ও প্রতিনিধি অধ্যাপক মো. আল আমিন, জীব-বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ফার্মেসি অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. আশিকুল আলম রানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আহ্বায়ক অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং আর্থ ও এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/জুনাইদ