চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ক্যাম্পাস ভবন-২ এর সেমিনার কক্ষে ‘স্টেটেজিক রিসার্স প্লানিং : নেভিগেশন মেথোডলজিস ফর সাকসেস ইন হায়ার স্টাডিজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
সেমিনারে মূল বক্তা ছিলেন আমেরিকার কপপিন স্টেট ইউনিভার্সিটির ক্যামিস্ট্রি অ্যান্ড ন্যানোটেকনোলজি বিভাগের প্রফেসর এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব মোস্তাফিজ আহমেদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী ফারুক-ই-আজম, গীতা পাঠ করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ