জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা পাস হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে সভায়। চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে চিঠি পাঠানো হয়েছে। ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে পাশ হলেই শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।
উপাচার্য বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে গতকালই প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে অন্যতম এজেন্ডা জকসু নীতিমালার বিষয়। যেহেতু জকসুর বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো আইন বা নীতিমালা ছিল না। তবে গতকাল আমাদের প্রথম সিন্ডিকেটে সেটা সংশোধিত করে চূড়ান্ত নীতিমালা পাস হয়েছে।
উপাচার্য আরও বলেন, জকসুর নীতিমালা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে। এছাড়াও আমরা একাডেমিক কাউন্সিলের পর এবার শহীদ সাজিদ ভবনের নাম সিন্ডিকেটে পাস করা হয়েছে।
অধ্যাপক রেজাউল করিম বলেন, ক্যাম্পাসে যে-কেউ সুষ্ঠুভাবে ছাত্র রাজনীতি করতে পারে। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমনকিছু আমরা মেনে নেবো না। গত কয়েকদিন ধরে ছাত্রদলের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিয়ে আমরা যথেষ্ট সর্তক রয়েছি। পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে।
এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় উপাচার্যের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) চূড়ান্ত নীতিমালা পাস হয়।
বিডি প্রতিদিন/আরাফাত