ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭ টায় ফলাফল প্রকাশ হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
এবছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৯শ’ ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩ শ’ ১০ জন। পাসের হার ৯.৮৫%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৯৩৪টি।
উক্ত ইউনিটে মানবিক থেকে প্রথম হয়েছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিশ, বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, বিজ্ঞান থেকে প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী কে এ এইচ এম তাহমিদ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফলাফল জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল