নির্ধারিত বরাদ্দ শেষ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণ-ইফতার কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-উপাচার্য জানান, ইফতার কর্মসূচি দুটি অংশে বিভক্ত করে পরিকল্পনা করা হয়েছিল। আগামী ১৮ মার্চ পর্যন্ত ক্যাম্পাস খোলা থাকার কথা ছিল। ফলে প্রতিদিন এক হাজার জন এবং পরবর্তীতে ছুটির মধ্যে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ৫০০ জনের ইফতার আয়োজনের পরিকল্পনা হয়। এতে ২৪ হাজার রোজাদারের ইফতার দেয়া সম্ভব হতো। সেই হিসাবে আমরা বাজেট পাই। তবে এতজন রোজাদার অংশ নেবেন সেই ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ! আমরা প্রত্যাশার বেশি মানুষকে খাওয়াতে পেরেছি।
তিনি বলেন, বরাদ্দটা মসজিদের তহবিলকেন্দ্রিক প্রণয়ন করা হয়েছিল, সেহেতু হল কিংবা অন্যভাবে সেটি বণ্টন সম্ভব হয়নি। এ কয়েকদিনে প্রত্যাশার চেয়েও বেশি রোজাদার সানন্দে ইফতার গ্রহণ করেছেন।
পরের বছর বিষয়টি মাথায় রেখে ইফতার আয়োজনের প্রত্যাশা করেন তিনি।
জানা গেছে, কেন্দ্রীয় মসজিদে পয়লা রমজান থেকে মাসব্যাপী ইফতার কর্মসূচির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম রমজানে চার হাজার জনের ইফতার আয়োজন ছিল। তবে অতিরিক্ত উপস্থিতির কারণে সেদিন প্রায় ৩-৪ হাজার শিক্ষার্থী ইফতার পাননি। এ নিয়ে নানা সমালোচনা হয়। পরদিন ১০ হাজার রোজাদারের ইফতার আয়োজন করা হয়। এদিন দুই হাজার প্যাকেট ইফতার অতিরিক্ত থেকে যায়।
এরপর বাবুর্চি সংকটসহ অন্যান্য কারণে তিনদিন বন্ধ রেখে ষষ্ঠ রমজানে ১৩ হাজার জনের ইফতার আয়োজন করে পরে আবার কর্মসূচি স্থগিত করা হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় এবারই প্রথম গণ-ইফতার কর্মসূচি গ্রহণ করা হয়। রোজায় প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছিলেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কেএ