নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শিক্ষকরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বাস্তবতা বদলাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, নীরবতা কোনো সমাধান নয়। নারী নির্যাতন বন্ধ করতে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনের এখনই সময়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ