বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে সৌহার্দপূর্ণ কর্মপরিবেশ তৈরি এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাউবির ইনস্টিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত “দল পরিচালনা ও বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর প্রধান ক্যাম্পাসে শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
বাউবির বিভিন্ন বিভাগ ও দপ্তরের যুগ্ম-পরিচালক/সমপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন বাউবির প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৪৩ জন যুগ্ম-পরিচালক/সমপর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দল গঠন করে বাস্তব উদাহরণের মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল নিয়ে অনুশীলন করেন।
বিডি প্রতিদিন/হিমেল