মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। সার্বিক ফলাফলে এ বোর্ডে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। পাসকৃত শিক্ষার্থী সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবদিক থেকেই ছেলেরা এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ এ বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। বোর্ডে এবার পাসের হার ৭০ দশমিক ৪২ ভাগ, যা গত বছরের চেয়ে ৯ দশমিক ৮৪ ভাগ কম। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, বোর্ডে গত পাঁচ বছর ধরেই ছাত্ররা নিজেদের সাফল্যের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এবার সিলেট শিক্ষা বোর্ডে ৪৭ হাজার ৮৬৭ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৪ হাজার ১৪৩ জন। পাশের হার ৭১ দশমিক ৩৩ এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১৭১৮ জন। বোর্ডে ৬১ হাজার ৬১ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪২ হাজার ৫৬৭ জন। তাদের পাসের হার ৬৯ দশমিক ৭১ এবং জিপিএ ৫ পেয়েছে ১৪৭৩ জন।
এদিকে, সিলেট বোর্ডে বিজ্ঞানের শিক্ষার্থীদের জয়জয়কার অব্যাহত রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ৫৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৮৭৪ জন। তাদের পাসের হার ৯২ দশমিক ৫৭ ভাগ। এবার মানবিক বিভাগ থেকে ৭৬ হাজার ৯২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৭ হাজার ৪৩৭ জন। তাদের পাসের হার ৬২ দশমিক ৩৪। এছাড়া, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার ১০ হাজার ২৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮ হাজার ৩৯৯ জন। তাদের পাসের হার ৮১ দশমিক ৬৫ ভাগ।
সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল মূল্যায়ন করতে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ বলেন, এবার এসএসসিতে গণিত বিষয়ে বেশিরভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে গতবারের তুলনায় ফলাফল খারাপ হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৮/আরাফাত