সিলেট সিটি করপরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। নগরীর অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো দ্রুতগতিতে চলছে। চলমান কাজগুলো শেষ হলে সিলেট নগরী অন্যরকম রূপ পাবে। আমি আমার জীবনের বাকি সময়টুকু আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ সিলেট নগরী গড়তে ব্যয় করতে চাই।
রবিবার দুপুরে সিলেট নগরভবনে আয়োজিত সিটি করপোরেশনের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড নূরুল হকের পরিচালনায় সাধারণ সভায় সচিব বদরুল হক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, মহানগর পুলিশ কমিশনারের প্রতিনিধি, গণপূর্ত অধিদফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ১৬টি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৮/মাহবুব