সিলেটের বিশ্বনাথে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবড়া বাজারে এই আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
অভিযানকালে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় হাবড়া বাজারের পুষ্পকলি মিষ্টিঘর ৫ শত টাকা, শাহজাহান রেস্টুরেন্ট ৫ শত, সালমা রেস্টুরেন্ট ৭ শত,
এলাহী ভেরাইটিজ স্টোর ১ হাজার, দুই ভাই রেষ্টুরেন্ট ১ হাজার ও গুন ট্রেডার্সকে ৫ শত টাকা জরিমানা করা হয়। এর সত্যতা স্বীকার করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল