হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার শিবপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানা সূত্রে জানান, রাতে সংঘবদ্ধ ডাকাত দল শিবপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলেন দুই সদস্যকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানা গেছে।
আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছমির উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২) ও একই উপজেলার বড়ইউড়ি গ্রামের নাঈম উদ্দিনের ছেলে শাকীল মিয়া (২০)।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৮/ ওয়াসিফ