সিলেটের বিশ্বনাথে সাবেক ইউপি সদস্যসহ ৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্লাসরাম গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন- উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও পূর্ব শ্লাসরাম গ্রামের মৃত পীর আবদুর রহিমের ছেলে আছাব উদ্দিন আছকির (৪৮), মশাহিদ আলীর পুত্র শাহজাহান (৩২) ও ধর্মদা গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র খোকন আহমদ (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে খেলার নগদ ৮ শত টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকদের আসামি করে থানায় মামলা (নং ২৭) দেয়া হয়েছে জানিয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) দুলাল আকন্দ বলেন, জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম