সিলেটে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই কিশোরীর নাম জেসমিন আক্তার (১৬)। জেসমিন গোয়াইঘাট উপজেলার সালুটিকর বৈটাখালী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরের মিয়া ফাজিল চিশত ১৬২/১ বাসার একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর