সিলেট নগরীর মিয়া ফাজিলচিস্ত এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেসমিন বেগম (১৬) নামের ওই কিশোরী ফাজিলচিস্ত এলাকার ওমর খৈয়ামের বাসায় (বাসা নং ১৬২/১) তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করতো।
বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ ওই বাসা থেকে জেসমিনের লাশ উদ্ধার করে।
জেসমিন বেগম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৈঠাখালি গ্রামের মৃত বিল্লাল মিয়ার মেয়ে।
পুলিশের ধারণা, জেসমিনকে হত্যা করে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
বাসার মালিক ওমর খৈয়াম পুলিশকে জানান, সুনামগঞ্জের দিরাইয়ে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাসা তালাবদ্ধ করে যান। এসময় জেসমিন বাসার ভেতরে ছিল। রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে জেসমিনের ঝুলন্ত লাশ দেখতে পান।
এসময় জেসমিনের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লিখা ছিল, 'আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার বাবার কবরের পাশে আমাকে কবর দিও।'
এদিকে, সিলেট কোতোয়ালী থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, জেসমিনের মৃত্যু রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/০১ জুন ২০১৮/আরাফাত