সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের হাতে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ আটক চার জুয়াড়ির তিনজনকে ১৫ দিন ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার সিঙ্গেরকাছ বাজারের আস্তানা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমাতুজ জোহরা আদালত পরিচালনা করে চার জুয়াড়িকে এই দণ্ড দেন।
১৫ দিনের দণ্ডপ্রাপ্তরা হল উপজেলার মাঝগাঁও গ্রামের মৃত আবদুল করিম সাধুর ছেলে রুপন মিয়া (২৮), খোয়াজ আলীর ছেলে মুনসুর আলী (২৩), সিংরাওলী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে রুবেল আহমদ (২০) এবং ১ মাসের কারাদণ্ড প্রাপ্ত হলেন পশ্চিমগাঁও গ্রামের জমির আলীর ছেলে তাজ উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গেরকাছ বাজারে অভিযান চালিয়ে তাজ উদ্দিনের দোকান থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮জন জুয়াড়ি পালিয়ে যায়। তাৎক্ষণিক সেখানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমাতুজ জোহরা আদালত পরিচালনা করে চার জুয়াড়ির তিনজনেক ১৫ দিন ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। থানার
ওসি শামসুদ্দোহা পিপিএম এর সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/১ জুন ২০১৮/হিমেল