দলমত-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিল। শুক্রবার উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
প্রেসকাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুতাসির আলী, থানার ওসি
শামছুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মঈনুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ফখরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, সদস্য শেখ আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,
যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন, উপজেলা আল-ইসলাহ সভাপতি হাজী ফয়জুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসকাবের সদস্য মাওলানা শহিদুর রহমান। প্রেসকাবের পক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানে প্রেসকাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতার, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মর্তুজ আলী মাস্টারসহ বাংলাদেশের অধিকার আন্দোলনের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর