সিলেটের বিশ্বনাথে মোটরবাইকের ধাক্কায় ছমিরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের পিঠাখরা গ্রামের জাহির আলীর স্ত্রী। শনিবার ইফতারের পূর্বে স্থানীয় কাদুয়ার হাওরের ব্রিজে মোটরবাইকের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, পনাউল্লাহবাজার থেকে বিশ্বনাথগামী একটি মোটরবাইক কাদুয়ার হাওরের ব্রিজে ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘাতক মোটরবাইক ও তার চালকের পরিচয় দ্রুত সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার