সিলেট শহরতলির খাদিমনগর এলাকায় দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই নারীকে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই নারীর বাড়ি খাদিমনগর ১নং ওয়ার্ডের চাতল গ্রামে। তার অভিযোগ, চাতল পূর্বপাড়ার সিএনজিচালক আব্দুল হক তাকে ধর্ষণ করেছেন।
তিনি জানান, বড়গুল এলাকায় একটি বাসায় কাজ করেন তিনি। সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় আব্দুল হকের সিএনজি অটোরিকশা এলে সেটিতে ওঠেন তিনি। বড়গুলে যাওয়ার পথে ডলিয়া নামক স্থানে অটোরিকশা থামিয়ে জোরপূর্বক পার্শ্বস্থ জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন আব্দুল হক। অটোরিকশায় তিনিই ছিলেন একমাত্র যাত্রী।
ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দায়িত্বরত পুলিশের এসআই ফারুক মিয়া জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
এ বিষয়ে কথা বলতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসিকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন