সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ডিশ ক্যাবল অ্যাসোসিয়েশন নামক একটি স্যাটেলাইট ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিসিল অভিযানের নেতৃত্ব দেন।তিনি জানান, পে চ্যানেলগুলো অবৈধভাবে সম্প্রচার করায় ডিশ ক্যাবল অ্যাসোসিয়েশন নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।
সিলেটের বিভিন্ন স্থানে রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার।
ডিশ ক্যাবল অ্যাসোসিয়েশনের পরিচালক মোস্তাক আহমদ বলেন, এভাবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার করা আইনত অপরাধ, তা জানা ছিল না। এখন থেকে লাইসেন্স নিয়ে সম্প্রচার কার্যক্রম চালাব।
বিডি প্রতিদিন/ফারজানা