চৌহাট্টা থেকে নয়াসড়ক হয়ে কুমারপাড়া সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিনিয়ত এ সড়কে থাকে যানবাহনের চাপ। সড়কটি অপ্রশস্ত থাকায় যানজট ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। গুরুত্ব বিবেচনা করে সম্প্রতি সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে করা হয় সম্প্রসারণ কাজ। একইসাথে সড়কটির উভয়পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে।
কাজ শেষে মঙ্গলবার বিকেলে সড়কটির সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সড়কটি অপ্রশস্ত ছিল। প্রায় আড়াই কিলোমিটার সড়কটির উভয়পাশে আমরা ১৬ মিটার করে সম্প্রসারণ করেছি। এ কাজে স্থানীয়রা জায়গা দিয়ে সহযোগিতা করেছেন। তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব বদরুল হক, কাউন্সিলার রেজওয়ান আহমদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার শাহানারা বেগম, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল