সিলেটে নবম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের কুশিঘাটস্থ হাজী শফিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আব্দুল হাসিব।
জানা যায়, রমজান মাস উপলক্ষে নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও হাজী শফিক হাইস্কুলে কোচিং ক্লাস চলছিল। বৃহস্পতিবার ক্লাসে নবম শ্রেণির এক ছাত্রী পড়া না পারায় তাকে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক। এ খবর জানাজানি হওয়ায় ছাত্রীর অভিভাবক ও স্থানীয় লোকজন স্কুলে ছুটে আসেন। তারা শিক্ষককে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আব্দুল হাসিবকে থানায় নিয়ে যায়।
স্কুল কমিটির সভাপতি মো. শাজাহান বলেন, গত এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় এবার রমজানে কোচিং ক্লাস চলছিল। এক ছাত্রী পড়া না পারায় তাকে শাসন করেন প্রধান শিক্ষক। পরে স্থানীয়রা এসে তাকে তালাবদ্ধ করে রাখে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হাসিবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান