সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। তার নাম মো. ইকবাল হোসেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম বলে জানা গেছে।
শুক্রবার সকাল ১০টায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, ওমান থেকে সিলেট হয়ে ঢাকা যাওয়া ফ্লাইটের ভেতরে ৩৭/জে সিটের নিচে স্বর্ণগুলো রাখতে দেখে বিমানের ক্রুরা। পরে তারা বিষয়টি অবহিত করলে শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো জব্দ করে।
আটক ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ৮ জুন ২০১৮/ ওয়াসিফ