সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০টি স্বর্ণেও বারসহ এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। ইকবাল হোসেন (২৬) নামের ওই যুবক চট্টগ্রামের সাতকানিয়া থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২২২ নং ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ওমান থেকে আসা ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল। গতকাল সকালে ওসমানী বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে বিমানের ৩৭/জে নং সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এসময় ইকবাল হোসেনকে আটক করে শুল্ক গোয়েন্দারা।
ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলোর ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর