বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
রবিবার বিকেলে নগরীর কোর্টপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৮/মাহবুব