২২ মে, ২০১৯ ২২:৩৩

সিলেটে তিন প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট নগরীর গোটাটিকরে তিনটি প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে ‘ওয়েল ফুড’ এর ফ্যাক্টরিতে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ সেমাই এবং নিম্নমানের নিষিদ্ধ পণ্য মজুদ করে রাখায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪শ’ কেজি সেমাই পুড়িয়ে ধ্বংস করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কারণে খাদ্যপণ্য প্রস্তুতকারী মঞ্জিল গ্রুপকে ৩০ হাজার টাকা এবং নিম্নমানের নিষিদ্ধ পণ্য মজুদ রাখায় মধুফুলকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর