সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের সরকারি গুচ্ছগ্রামে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- গুচ্ছগ্রামের মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৪৫), তার মেয়ে ফাতিহা বেগম (২২) ও ফাতিহার মেয়ে বুশরা বেগম (৩)। তন্মধ্যে ফাতিহা ও বুশরার অবস্থা আশঙ্কাজনক।
রুশনা বেগম জানান, গত শনিবার দিবাগত রাতে ঘুমানোর আগে তারা কয়েল জ্বালান। অসাবধানতাবশত কয়েল মশারির পাশে রেখেছিলেন। রাতে কয়েল থেকে মশারিতে আগুন লেগে ঘরে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ঘটনার সময় গুচ্ছগ্রামের পাশেই জকিগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ছিল। শোরগোলে তারা ঘটনাস্থলে ছুটে যায়। পরে আশপাশের লোকদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করা হয়।
টহল দলে থাকা জকিগঞ্জ থানার এএসআই তাজুল ইসলাম জানান, আমরা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আহতদের মধ্যে বুশরা ও ফাতিহার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলেছেন।
তিনি আরো জানান, ঘরে আগুন লেগে কিছু জিনিসপত্র পুড়ে যাওয়ায় অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        