সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে ৬০০ চকলেট বোমাসহ জিয়া আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে ব্রিজের দক্ষিণ পাশে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
জিয়া আহমদ সিলেটের মোগলাবাজার থানার কিশানপুরের মৃত মন্তাজ আলীর ছেলে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল আরোহী ওই যুবককে তল্লাশি করে তার কাছে ৬০০ চকলেট বোমা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন