দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ধরার নানা উপকরণ তৈরী করছেন রজব আলী। তিনি এসবের নিখুঁত কারিগর। এগুলো তৈরী ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বর্তমান সময়ে বিলুপ্ত প্রায় বাঁশ-বেঁতের তৈরী এ কুঁটির শিল্প বছর বছর ধরে লালন করছেন এ শিল্পী।
সৌখিন মাছ শিকারীদের কাছে জনপ্রিয় তার তৈরী উপকরণ। সিলেটের বিভিন্ন বাজারে পালা করে এগুলো বিক্রি করে আসছেন তিনি। রজব আলী (৫৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাসিন্দা। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে বিশ্বনাথ উপজেলায় মাছ শিকারের উপকরণ বিক্রি করতে দেখা যায় তাকে।
তার তৈরী উপকরণের মধ্যে রয়েছে ছোট-বড় পলো, ডরি, কুইন, নানা ধরণের চাঁই, খলই ও খোলসুন ইত্যাদি।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে শখের বসে শুরু করে ছিলাম। পরে বাণিজ্যিক ভাবে তৈরী শুরু করি নানা উপকরণ। গ্রামীণ মাছ শিকারীদের কাছে এগুলোর খুবই কদর রয়েছে। তবে পুঁজি কম হলেও পরিশ্রম বেশী। আয়ও মোটামুটি ভালো। দীর্ঘ ৩০ বছর ধরে এগুলো নিয়েই সংসার আমার। উপকরণ বিক্রির অর্থেই চলে সাংসারিক খরচ। যোগান দেই ছেলে-মেয়ের পড়ালেখার।
বিডি প্রতিদিন/হিমেল