করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান।
বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাকালের শুরু থেকেই মানুষের সহায়তায় কাজ করে আসছেন। সিসিকের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তার স্বামী বদর উদ্দিন আহমদ কামরানের ত্রাণ তৎপরতা কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন।
দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। এছাড়াও তাদের সন্তান ডা. আরমান আহমদ শিপলু ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানুষকে চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছেন।
ধারণা করা হচ্ছে করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও দ্বারা তিনি সংক্রমিত হয়েছেন আসমা কামরান।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        