সিলেটের বিশ্বনাথে হেফাজত নেতা মুফতি ফারুক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক স্থানীয় আমতৈল জামেয়া দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম ও রামপাশা ইউনিয়নের জমসেরপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
বুধবার তাকে সিলেট আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ওসমানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গেল ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে তার নেতৃত্বে পিকেটিংয়ের সময় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়া মামলায় তাকেসহ ২৫০ জনকে অভিযুক্ত করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, তাকে বুধবার সিলেট আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই