সিলেটে হাসপাতাল থেকে চাচাতো বোনের লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বায়োজিদ আহমদ (২৬) নামে এক যুবক। নিহত যুবক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের পুরানগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার হাজরাই এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বায়োজিদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, নগরীর একটি হাসপাতাল থেকে চাচাতো বোনের মরদেহ আনতে যান বায়োজিদ। লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। হাজরাই এলাকায় আসার পর একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বায়োজিদ।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই বায়োজিদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন