সিলেট নগরীর সাগদিঘীর পাড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ রাজীব আহমদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন দরগাপাশা গ্রামের আব্দুল মোনাফের ছেলে।
আজ সোমবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রাজীবকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে রবিবার (২৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় এসআই মাহাবুর রহমান মন্ডল বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর