লকডাউনের ৫ম দিনে সোমবার সিলেটের রাস্তায় বেড়েছে জনসাধারণের চলাচল। রিকশা ও প্রাইভেট গাড়ি চলাচলও ছিল আগের চারদিনের তুলনায় বেশি। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর।
সকাল থেকে নগরীর ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। জনসাধারণ, রিকশা, মোটরসাইকেল ও গাড়ি আটকে রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করে তারা। সদুত্তর দিতে না পারলে রিকশা থেকে নামিয়ে দেয়া হয় যাত্রী। আর ফিরিয়ে দেয়া হয় গাড়ি। কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মোটরসাইকেল ও গাড়ির চালককে জরিমানা করে ট্রাফিক পুলিশ।
লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মহানগরী এবং জেলার সবকটি উপজেলায় জেলা প্রশাসনের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে। জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, জরুরি সেবার বাইরের প্রতিষ্ঠান খোলা রাখা ও নির্দিষ্ট সময় পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখায় জরিমানা করা হয়। এছাড়া রাস্তায় র্যাব ও সেনাবাহিনী ছিল তৎপর। বিভিন্ন স্থানে তারা জনসচেতনতার জন্য প্রচারণা ও মাস্ক বিতরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার