দিনে তিনি অটোরিকশা চালাতেন। জনসমক্ষে এটাই ছিল তার পেশা। সিএনজি অটোরিকশা চালক হিসেবেই লোকজন চিনতেন তাকে। কিন্তু রাতের আঁধারে বদলে যেত পেশা। হয়ে ওঠতেন ভয়ংকর। দিনের অটোরিকশা চালক দেলোয়ার হোসেনের রাতের পরিচয় কুখ্যাত ডাকাত।
সোমবার ভোরে দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। দেলোয়ার হোসেন মৌলভীবাজার সদর থানার বর্ষিজোড়া দক্ষিণ গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। সে কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার, মোগলাবাজার, কানাইঘাট ও মৌলভীবাজারের বড়লেখা থানায় একধিক ডাকাতি মামলা রয়েছে। দিনে সে সিএনজি অটোরিকশা চালালেও রাতে ডাকাতি করতো। ডাকাতির প্রস্তুতিকালে তাকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার