কঠোর লকডাউনের ৬ষ্ট দিনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটের বিশ্বনাথে ১১জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানকালে বিধিনিষেধ না মানায় ওইসব ব্যক্তিদের বিভিন্ন হারে অর্থদন্ড দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৪ হাজার ৫শত টাকা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস উপজেলার পীরেরবাজারে ১ জন ও লামাকাজি এলাকায় ২জনকে ৩মামলায় ১হাজার ২শত টাকা অর্থদন্ড দেন। পৃথক ভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৩জনকে ৩মামলায় ১হাজার ২শত টাকা জরিমানা করেন। অপরদিকে উপজেলার রামপাশা ও বৈরাগী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ৫জনের কাছ থেকে পৃথক ৫মামলায় ২হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার