সিলেটে ধর্ষিত হওয়ার দুই মাস পর পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা ধর্ষণের ঘটনায় মামলা করায় প্রাণ দিতে হয়েছে সোনাবান বেগম (৬৫) নামের ওই বৃদ্ধাকে। গত বুধবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার ওই মহিলার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সোনাবান বেগম হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত রমজান মাসে সোনাবান বিবি স্থানীয় হাওরে ছাগল চরাতে গেলে কয়েকজন লম্পট মিলে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করেন। এরপর থেকে মামলার আসামিরা তাকে হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার রাতে সোনাবান বেগম নিখোঁজ হন। পরদিন বিকেলে গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ উদঘাটন সম্ভব হবে। সোনাবান বেগমের ধর্ষণ মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছিল। এই ঘটনার সাথে তার মৃত্যুর কোনো যোগসাজশ আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর