‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগানকে ধারণ করে সিলেটের বিশ্বনাথে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। এ উপলক্ষ্যে শনিবার বিকেল ৩টায় উপজেলা মৎস্য দপ্তরে আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি জসিম উদ্দিনের সঞ্চালনায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। এর মধ্যে আগামীকাল থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ। এছাড়াও আগামী ৩ আগস্ট পর্যন্ত চলা মৎস্য সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি-পানি পরীক্ষার ব্যবস্থা ও ব্যাপক ভাবে মাৎস্য চাষ’র প্রসারে স্থানীয় চাষীদের উদ্বুদ্ধ করণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল