১৮ অক্টোবর, ২০২১ ১৮:০৩

জলমহাল নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সিলেট ব্যুরো

জলমহাল নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে মেঘনা বারোঘর জলমহাল নিয়ে ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সংঘর্ষে কাজল নূর গ্রুপের রুহেদ মিয়া (৪৪) নিহত হন। তিনি ভাটিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজল নূরের মধ্য বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজল নূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেদ মিয়া নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সংর্ষের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর