সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শেখ গয়াছ উদ্দিন (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা।
শুক্রবার (৩ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শেখ গয়াছ উদ্দিন উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামে শেখ ইছকন্দর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক।
জানা গেছে, ঈদগাহের উন্নয়ন কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মৃত জমির আলী জমরুশের ছেলে মাসুক মিয়া পক্ষের সাথে শেখ গয়াছ উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জেরে ধরে গত ২৮ মে দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরের বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে, মৃত শেখ মো. গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২ জুন) বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, অভিযুক্তদেরকে গ্রেফতার করতে তৎপর রয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ