আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার পৃথক এই কর্মসূচি পালিত হয়।
সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২টায় সিলেট জেলা আওয়ামী লীগ ও বেলা ২টায় মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুইটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক প্রতিবাদ সমাবেশ করে।
পৃথক সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা দেখে স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসরদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে দৃষ্টতা দেখিয়েছে। তার এদেশে আরেকটি ১৫ আগস্টের জন্ম দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এসব রাষ্ট্রদ্রোহী পরাজিত শক্তিদের মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার আছে। রাজপথেই তাদেরকে মোকাবেলা করা হবে।
পৃথক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ